ট্রাইব্যুনালকে অবমাননার অভিযোগে ফজলুর রহমানের লিখিত নিঃশর্ত ক্ষমা প্রার্থনা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান ট্রাইব্যুনালের কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। আদালত অবমাননার অভিযোগ ওঠার পর তিনি এই ক্ষমা প্রার্থনার আবেদন জমা দেন।
বুধবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, “ফজলুর রহমান ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি স্বীকার করেছেন যে যা বলেছেন তা ভুলে বলেছেন এবং আদালতের অনুকম্পা কামনা করেছেন।” বিষয়টি নিয়ে আগামী ৮ ডিসেম্বর শুনানি হবে।
এর আগে ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল-১ ফজলুর রহমানকে সশরীরে হাজির হতে নির্দেশ দেয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ, আদালতের নিরপেক্ষতায় হস্তক্ষেপকারী ‘অভ্যন্তরীণ বন্দোবস্ত’ দাবি ও প্রসিকিউশনকে নিয়ে অবমাননাকর মন্তব্য—এই তিন কারণে প্রসিকিউশন তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলে। এ বিষয়ে প্রথম শুনানি হয় ২৬ নভেম্বর এবং অবশিষ্ট শুনানি শেষে ৩০ নভেম্বর ব্যাখ্যা চেয়ে তাঁকে তলব করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com