
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, “দেশের মানুষ এখন নির্বাচনমুখী, ভোট স্থগিত চাওয়ার এটি উপযোগী সময় নয়।”
সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রিয়াজ উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আদালতের দৃষ্টিভঙ্গি বিবেচনা করে তিনি জাতির বৃহত্তর স্বার্থে রিটটি নট প্রেস (উত্থাপিত হয়নি মর্মে খারিজ) হিসেবে গ্রহণ করেছেন এবং আর এটি চালাবেন না।
উল্লেখ্য, ৩ ডিসেম্বর দাখিল করা ওই রিটে জাতীয় নির্বাচন স্থগিতের পাশাপাশি নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগকে অবৈধ ঘোষণা এবং ইলেক্টোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছিল।
রিটে বলা হয়, সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও নির্বাহী বিভাগের মাধ্যমে বারবার নির্বাচন পরিচালনা সংবিধানবিরোধী। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com