আবুল বাশার ভোলা প্রতিনিধি :
ভোলার,বোরহানউদ্দিন উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন এবং নতুন অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান-এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ,সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় নবাগত (ইউএনও) উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন বলেন –
বোরহানউদ্দিনের উন্নয়ন, সেবা সহজীকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, কোনভাবেই আইনশৃঙ্খলা অবনতি মেনে নেওয়া যাবেনা । মাদক কারবারী, জ্বীনের ব্যবসা এসব চলবেনা, এছাড়াও আইনশৃঙ্খলার সাথে সংশ্লিষ্ট আছে এমন বিষয় কঠিন ভাবে মনিটরিং করে ব্যবস্হা নেওয়া হবে। এবং আইন প্রয়োগে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে ,আপনারা সকলেই ধৈর্য সহকারী শুনেছেন, ও সময় দিয়েছেন এইজন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
ওসি মনিরুজ্জামান, বোরহানউদ্দিন থানা এলাকায় মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা দেন। বক্তারা নতুন দুই কর্মকর্তার আগমনকে বোরহানউদ্দিনের আইন শৃঙ্খলা থেকে শুরু করে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। পরিচিতি সভার শেষ পর্যায়ে উপস্থিত অতিথিরা নবাগত ইউএনও মনোরঞ্জন বর্মন ও ওসি মনিরুজ্জামানকে ফুল দিয়ে বরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com