মোঃ জালাল হোসেন,মান্দা (নওগাঁ) প্রতিনিধি।
ক্ষমতার রাজনীতি আর জনবিচ্ছিন্ন নেতৃত্বের বিরুদ্ধে সোচ্চার হয়ে মান্দার ঘরে ঘরে ছুটে চলেছেন নওগাঁ-৪ (মান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী, মাটি ও মানুষের পরীক্ষিত নেতা ডা. ইকরামুল বারী টিপু। প্রতিদিন, প্রতি ঘণ্টা মানুষের দুঃখ-কষ্ট ভাগ করে নিতে মাঠে থাকার যে দৃঢ় সংকল্প—তা না দেখলে বোঝা যায় না একজন রাজনৈতিক কর্মী কতটা ত্যাগ স্বীকার করতে পারেন।
আজ নুরুল্যাবাদ ইউনিয়নের কালিগ্রাম এলাকার উত্তরপাড়া, মধ্যপাড়া ও পশ্চিমপাড়ায় মহিলাদের সঙ্গে ধারাবাহিক উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন—মান্দার মানুষ আর প্রতিশ্রুতির রাজনীতি চায় না, চায় জবাবদিহিমূলক ও জনগণের পক্ষে দাঁড়ানো নেতৃত্ব।
উঠান বৈঠকে নারীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চিকিৎসা সংকট, কর্মসংস্থানের অভাব এবং সামাজিক নিরাপত্তা বঞ্চনার কথা তুলে ধরেন। এসব অভিযোগকে শাসকগোষ্ঠীর ব্যর্থতার সরাসরি ফল উল্লেখ করে ডা. ইকরামুল বারী টিপু বলেন,
“মান্দার মানুষ আজ অবহেলিত, বঞ্চিত ও নিপীড়িত। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হলো ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।”
তিনি আরও বলেন, ক্ষমতাসীনদের দমন-পীড়ন, ভয়ভীতি ও প্রশাসনিক চাপের রাজনীতি মান্দার মানুষ প্রত্যাখ্যান করেছে। জনগণ এখন ঐক্যবদ্ধ—নিজেদের ভোটাধিকার ও ন্যায্য অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে।
গণসংযোগকালে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—মান্দার রাজনীতিতে পরিবর্তনের ঢেউ উঠেছে। এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে যারা এসি কক্ষের রাজনীতি করেছে, তারা মানুষের কাছে নেই; আর যিনি রোদ-বৃষ্টি উপেক্ষা করে মানুষের দরজায় দরজায় যাচ্ছেন, মানুষ তার পাশেই আছে।
স্থানীয়দের মতে, ডা. ইকরামুল বারী টিপুর এই লাগাতার গণসংযোগ মান্দায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছে এবং জনবিচ্ছিন্ন রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com