এম নজরুল ইসলাম।।
নেপাল শিতোরিউ কারাতে অ্যাসোসিয়েশন শাখা দোজো নকশাল ১৮ থেকে ২২ ডিসেম্বর ২০২৫ সালে প্রথম সর্বজনীন আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ কাঠমান্ডুতে আয়োজন করে। নেপাল বাংলাদেশ সিতোরিউ শিকোকাই কারাতে এসোসিয়েশনকে NO. 082/083 এর আলোকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানালে বাংলাদেশ সিতোরিউ শিকোকাই কারাতে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক গ্রান্ড মাস্টার ড. মো: রফিকুল ইসলাম নিউটন (পি.এইচ.ডি) দলের প্রশিক্ষণ প্রদান করে এসোসিয়েশন এর সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামানকে দলের প্রধান করে ও শেখ গোলাপ মিয়াকে দলের ব্যাবস্থাপনার দায়িত্ব দিয়ে আট (৮) সদস্য বিশিষ্ট বাংলাদেশ সিতুরিও সিকোকাই কারাতের দল নেপালের রাজধানী কাটমুন্ডুতে অনুষ্ঠিত ১ম ইউনিভার্সাল আন্তর্জাতিক কারাত প্রতিযোগিতা -২০২৫ অংশ গ্রহন করে বাংলাদেশ কারাতে দল রানার্স আপ ট্রফি অর্জন করেন। বাংলাদেশ সিতুরিও কারাতে দল তিন (০৩) টি স্বর্ণ ৩ টি রৌপ্য ও ২ টি তাম্র পদক পেয়ে জয় অর্জন করে লাল সবুজের জাতীয় পতাকার জন্য এক অনন্য দুর্লভ সম্মান বয়ে এনেছেন।
পদক বিজয়ী খেলোয়াড় হলেন-
১.মো: ইব্রাহিম, মোঃ ওবায়দুল ইসলাম, মোঃ সোলায়মান হোসেন দলগত কাতায় ১ টি সোনা
২. তাহসিম একক কাতায় ১ টি ও লড়াই তে ১ টি মোট ২ টি স্বর্ণ পদক জয় করে টুনামেনট সেরা খেলোয়াড়ের উপাধি অর্জন করে বাংলাদেশের জাতীয় পতাকার জন্য এক অসাধারন সম্মান অর্জন করেন।
৩. একক কাতায় মো: ওবায়দুল ইসলাম ১টি, ৮৪+ কেজি লড়াইতে মো: ইউনুস কামাল ১টি এবং মিসেস ফারজানা ৭৮+ কেজি ওজন বিভাগে লড়াই ইভেন্টের ১টি সহ মোট ০৩ টি রৌপ্য অর্জন করেন। এছাড়াও একক কাতায় মো: সোলায়মান হোসেন ১টি ও মো: ইব্রাহিম ১টি তাম্র পদক জয় করেন।
তাদের এই জয়কে অভিনন্দন জানিয়েছেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট থেকে নমিনেশন প্রত্যাশী মেজর অবঃ মোঃ মোস্তফা কামাল। এ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মোঃ মুজাহিদ আলম খানঁ (বাবু), নির্বাহী সদস্য মোঃ সামছুউদ্দিন রাজু, নির্বাহী কর্মকর্তা সাংবাদিক এম নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা সাংবাদিক শরিফুল ইসলাম আকন সহ এ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ ও প্রশিক্ষণার্থীগন। এবং তারা বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা যে পদক অর্জন করেছে নিঃসন্দেহে এটি অনেক গৌরবের। সোনা, রৌপ্য ও তাম্র পদক পেয়ে কেবল তারা সম্মানিত হননি বরং গোটা বাংলাদেশ কে সম্মানিত করেছেন। বাংলাদেশ সিতোরিউ শিকোকাই কারাতে এসোসিয়েশনের শিক্ষার্থীরা আগামীতে আবারও আন্তর্জাতিক অঙ্গনে পদক অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের মুখ আরও উজ্জ্বল করবে এই প্রত্যাশা করছি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com