মোঃ জালাল হোসেন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি।
নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বান্দাইপুরে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৯ নওগাঁ–৪ (মান্দা) আসনে ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী জননেতা ডাঃ ইকরামুল বারী টিপু ভাইয়ের সহধর্মিনী এবং মান্দা উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শ্রদ্ধেয় আপা মিসেস লায়লা বারী।
উঠান বৈঠকে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয়তাবাদী আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী। দেশের ক্রান্তিলগ্নে তার ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার রুহের মাগফিরাত কামনায় সকলকে দোয়া করার আহ্বান জানান বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে মিসেস লায়লা বারী বলেন, “দেশ ও জাতির জন্য দেশনেত্রীর অবদান ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। তার আদর্শ ও নেতৃত্বকে ধারণ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনের দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে।”
অনুষ্ঠান শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com