নিজস্ব সংবাদদাতা।
শনিবার (১০ জানুয়ারী) বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থার কেরানীগঞ্জের কাওটাইল, ব্রাক্ষনগাঁও শাখার শুভ উদ্বোধনী অনুষ্ঠান মাওঃ ফিরোজ আলমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থা বাংলাদেশ সরকারের রেজিস্ট্রেশন (রেজিঃ নং বি ৪৬১০) পাওয়ার পর থেকে কাজ করে যাচ্ছেন।দেশের অভ্যন্তরীণ নৌপথে বালুবাহী বাল্কহেড চলাচল, নিবন্ধন এবং নিরাপত্তার বিষয়গুলো তদারকি করে যাচ্ছন। এই সংস্থার মাধ্যমে বাল্কহেড মালিক ও মাস্টারদের নির্দেশনা প্রদান, নৌ-নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ বা ফিটনেসবিহীন বাল্কহেড চলাচল বন্ধেও কাজ করে যাচ্ছন। এবং শ্রমিকদের অধিকার আদায়ে মালিক সমিতি ও শ্রমিক সমিতি একত্রে মিলে মিশে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ বোরহান মিয়া (বুলু) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম, সভাপতি BNSF
মোঃ রাজিব হোসেন, সাধারণ সম্পাদক বাল্কহেড মালিক পরিবহন সংস্থা, কেন্দ্রীয় কমিটি। মোঃ সুরুজ মিয়া ও মোঃ মামুনুর রশিদ, উপদেষ্টা বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থা। হাজী মোঃ সফি, সভাপতি, বাংলাদেশ বাল্কহেড বোট মালিক সমিতি। মোঃ জাহাঙ্গীর আলম, সভাপতি, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন, বাল্কহেড। মোঃ মুরতোজা সরকার, সভাপতি বাল্কহেড মালিক সমিতি মতলব উত্তর। মোঃ রাসেল, সাধারণ সম্পাদক মুন্সীগঞ্জ বাল্কহেড মালিক সমিতি। হাজী মোঃ সেলিম সাধারণ সম্পাদক, পোস্তগোলা লৌহ ব্যবসায়ী মালিক সমিতি।
বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন, বাল্কহেড কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, আমাদের ১৭-১৮টি সংস্থা থাকা সত্ত্বেও কোন কার্যক্রম দেখাতে পারেনি আমরা যেই কাঙ্ক্ষিত প্রত্যাশা করেছি তা কখনো পাইনি বর্তমানে এই সংস্থা তার প্রতিফলন ঘটাবে বলে আশা করছি। আমরা মালিকগণ সব সময় অবহেলিত আমাদের মালিকপক্ষের ঐক্য না থাকার কারণে আমরা পিছিয়ে পড়ি। কোন সংগঠনের যে কোন সদস্য আরেক সদস্যদের সাথে অমিল হলেই সে অন্য জায়গায় গিয়ে আরেকটি সংগঠন তৈরি করে এটা কখনো ঠিক নয়। আমরা সকলে একটি সংগঠনের ছায়াতলে থেকে কাজ করলে যত বড় সমস্যা হোকনা কেন আমরা তা সহজেই মোকাবেলা করতে সহজ হবে, আমি আশা করছি সবাই ঐক্যবদ্ধ থাকবেন।
আমাদের অনেক মালিক সমিতি রয়েছে কিন্তু সেন্ট্রালে গুরুত্বপূর্ণ সমিতি না থাকায় সরকারের সাথে কোঅপারেটিভ করার যোগ্যতা নেই তবে এই সংস্থার কেন্দ্রীয় সভাপতি বোরহান মিয়া (বুলু) অনেক ধৈর্য্য সহকারে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে এগিয়ে যাচ্ছে, আপনারা মালিক পক্ষ সব সময় তার সাথে একত্রে থেকে সমস্যা গুলো চিহ্নিত করে তাকে কাজ করার সুযোগ করে দিবেন।
এই সময় আজকের প্রোগ্রাম এর সভাপতি বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ বোরহান মিয়া (বুলু) তার বক্তব্যে বলেন, আমরা মালিক পক্ষ যারা আছি আমাদের ঐক্য না থাকায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বাংলাদেশের সরকারী সবচেয়ে ভিআইপি গুলশান, বনানী, বারিধারা, ডিওএইচএস এর মতো জায়গায় আমাদের বাল্কহেড এর মাধ্যমে বালি ফেলে বিশাল দামী হয়েছে অথচ সরকার এই বাল্কহেড মালিকগনকে বিভিন্ন সময় হয়রানি স্বীকার করেন। যে কোন জায়গায় কোন সমস্যা হলে শুধু বাল্কহেডের উপরে দায় চাপানো হয়। আমরা বাংলাদেশ সরকারকে সর্বোচ্চ ট্যাক্স প্রদান করি অথচ আমরা সরকারের কাছে অমূল্যায়িত কারণ আমাদের মালিকপক্ষের ঐক্য নেই। আমরা বিভিন্ন সময় চাঁদাবাজি ও পুলিশের হয়রানির শিকার হই এ সকল হয়রানি বন্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আমরা আর অবহেলিত হতে চাই না সরকার আমাদেরকে নির্দেশনা না দিয়ে আমাদের উপরে যে দায় চাপিয়ে দেন তার বিরুদ্ধে আমরা সোচ্চার হবো।
আমরা মালিক পক্ষ আর শ্রমিক পক্ষ একজন অন্যজনের পরিপুরক আমাদের শ্রমিক বিভিন্ন সময় নির্যাতনের শিকার হন আমরা মালিকপক্ষ সব সময় তাদের পাশে থেকে সাহস দিবো তাহলে আমরা এগিয়ে যেতে পারবো কখনো তাদের আলাদা করে দেখবো না।
আমি আজকে আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় এই পর্যন্ত এসেছি আমি চেষ্টা করে যাচ্ছি যেন আগামী দিনে এই সেক্টরের যত সমস্যা হবে আমি সরকারের সাথে আলোচনা করে সমাধানের জন্য আমৃত্যু চেষ্টা করবো।
সর্বশেষ দোয়া মুনাজাত ও দুপুরের খাবারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com