মোঃ জালাল হোসেন।।
নওগাঁ জেলার মান্দা উপজেলার ১৩ নং কশব ইউনিয়ন সমবায় দলের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়েছে। সদ্য অনুমোদিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো: রবিউল আলম, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: জাহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো: স্বপন।
এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে মান্দা উপজেলা সমবায় দলের সভাপতি এম এ মতিন মুরাদ এবং সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের হাতে অনুমোদনপত্র তুলে দেন।
অনুষ্ঠানে সমবায় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় বক্তারা বলেন, সমবায় ব্যবস্থা জনগণের অর্থনৈতিক মুক্তি ও আত্মনির্ভরশীলতা অর্জনের অন্যতম কার্যকর মাধ্যম। তৃণমূল পর্যায়ে সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে সংগঠিত নেতৃত্ব অপরিহার্য।
বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, সদ্য গঠিত এই কমিটি ঐক্য ও শৃঙ্খলার মাধ্যমে জনকল্যাণমূলক সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে। দলীয় ঐক্য বজায় রেখে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার জন্য নতুন কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে সদ্য অনুমোদিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় এবং মান্দা উপজেলায় সমবায় দলের সার্বিক অগ্রগতি ও সাফল্য কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com