কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং উপকূলীয় পরিবেশ রক্ষায় কুয়াকাটায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন এনএসএস এর উদ্যোগে বুধবার দুপুরে সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
কর্মসূচিতে এনএসএস নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও সাংবাদিক খায়রুল বাশার বুলবুল, কেয়ার বাংলাদেশ প্রতিনিধি বায়েজিদ বোস্তামী এবং ওয়ার্ল্ড ভিশন আমতলী এপি ম্যানেজার বিধুদান বিশ্বাস উপস্থিত ছিলেন।
এছাড়াও উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন ‘উপরাথর যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু, সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ বিভিন্ন উন্নয়ন সংস্থা, সামাজিক সংগঠন ও স্থানীয় মানুষ অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি ও নদীভাঙনের ঝুঁকি দিন দিন বেড়ে যাচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে উপকূলীয় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী।
বক্তারা পরিবেশ সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরিবেশবান্ধব আচরণ, প্লাস্টিক বজর্য কমানো এবং সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com