কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
অন্তর্বর্তীকালীন সরকারের ২৫ বছর মেয়াদি জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ খসড়া বাতিলের দাবিতে কলাপাড়ায় প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে বিভিন্ন দাবি নিয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোট (বিডব্লিউজিইডি)-এর উদ্যোগে এবং প্রান্তজন ট্রাস্ট, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালী ও উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এর আয়োজন করেন। একইসাথে ডলারের রিজার্ভ রক্ষায় জ্বালানিও বিদ্যুৎ মহাপরিকল্পনায় এলএনজি বিলাসিতা বন্ধ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান নাগরিক সমাজ।
এ সময় প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম - পটুয়াখালী এর আহবায়ক অমল মুখার্জির সভাপতিত্বে এবং সদস্য সচিব মো: নজরুল ইসলাম এর সঞ্চালনায় প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখানে ফোরামের সদস্য পরিবেশ কর্মী মেজবাহউদ্দিন মাননু, সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম এবং প্রান্তজন এর মাঠ সমন্বয়ক সাইফুল্লাহ মাহমুদ। আরো উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সদস্য শরীফুল হক শাহীন, আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নাজমুস সাকিব প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com