কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
কলাপাড়া - কুয়াকাটা মহাসড়কে আবারো সেভেন ডিলাক্স নামের একটি বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার সকাল সাতটার দিকে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দিলীপ ওই ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের দেবেশ রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দিলীপ নিজ মোটরসাইকেল যোগে বাড়ি থেকে কলাপাড়া চৌরাস্তা এলাকায় মাছ বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। ছলিমপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে এবং সুরতহাল করার পরে লাশ উদ্ধার করে পরিবারের কাছে দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com