প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৫, ৪:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২০, ৯:৩৯ পি.এম
মা ফেসবুক ব্যবহারে বাঁধা দিলেন কলেজছাত্রীর আত্মহত্যা বেতাগীতে।
মোঃ জুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধি
মোবাইল ফোনে কথা বলার বিষয় নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে বরগুনার বেতাগী উপজেলার কলেজে পড়ুয়া ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। (৭ই মে) বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বদনীখালী এলাকায় এ ঘটনাটি ঘটে।
তাকে উদ্ধার করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত ছাত্রী বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের ছোট বদনীখালী গ্রামের ৭নং ওয়ার্ড সংলগ্ন এলাকার বাসিন্দা (দুবাই প্রবাসী) আশ্রাফ আলী মৃধার মেয়ে রুমি আক্তার (১৮)। নিহত রুমি আক্তার বামনা উপজেলার বেগম ফয়েজুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের এইচ.এস.সি প্রথম বর্ষের ছাত্রী।
এলকা সূত্রে জানা যায়, মোবাইলে কথা বলা ও সামাজিক মাধ্যম ফেইসবুকে বেশি সময় পার করার বিষয় নিয়ে মা ও মেয়ের সঙ্গে বাগবিতন্ডা হয়। এতে অভিমান করে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে সবার অজান্তে শয়ন কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রুমি।
বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন তপু বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ ও রহস্য আরো নিশ্চিত ভাবে বলা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2024 Daily Crime Bangla