নয়নাভিরাম গাইন (নয়ন) , কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃসারাদেশ ব্যাপী সাংবাদিকদের উপরে চলমান হামলা, মামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে ২ মার্চ মঙ্গলবার সকাল ৮ থেকে দুপুর ২ টা পর্যন্ত কলম বিরতি পালন করেছে কলাপাড়ার সকল গনমাধ্যমকর্মীরা। সকাল থেকে কলাপাড়া প্রেসক্লাবে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহন করেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে একাত্ত্বতা পোষণ করে এই কর্মসূচি পালন করা হয়। এসময় নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক মুজাক্কির হত্যাকারীদের সহ সকল সাংবাদিক নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার করে দূষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান বক্তারা । না হলে কর্মসূচি অব্যাহত রেখে কঠোর আন্দোলনের ঘোষনা দেন সাংবাদিকরা। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিটু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এইচ আর মুক্তা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহিপুর থানা শাখার সভাপতি মিজানুর রহমান বুলেট, কর্মসূচিতে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com