ক্রাইম বাংলা ডেক্সঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমি (বিএইচপি) হলরুমে সেচ্চাসেবি সংগঠন ‘ইয়ং স্টার আগৈলঝাড়া’ কমিটি গঠন উপলক্ষে গতকাল বৃহস্পতিবা সকালে খায়রুল বাসার বাপ্পি হাওলাদার এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অলোচনা সভায় বক্তব্য রাখেন, নাসির উদ্দিন শাহ, লিমন ফকির, এইচ এম আবু ইউছুফ, রাহাত হোসেন, মো.ইউছুব হাওলাদার,ফাহিম খান, জিশান আহম্মেদ প্রমূখ।
সভা শেষে ইয়ং স্টার আগৈলঝাড়া নতুন কমিটির সভাপতি করা হয়েছে খায়রুল বাসার বাপ্পি হাওলাদার, সাধারণ সম্পাদক লিমন ফকির ও সাংগঠনিক সম্পাদক আবু ইউছুফকে সহ ৫১ সদস্য কমিটি ঘোষনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com