মোঃ রেদওয়ান শাওনঃবরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের নয়ানী গ্রামের আজাদ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে বরিশাল মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রতিনিধিদের উপস্থিতিতে সভাপতি, সদস্য সচিবসহ ৪ সদস্য বিশিষ্ঠ কমিটি সেলেকশনের মাধ্যমে নির্বাচন করা হয়। গত ৩১ই (আগষ্ট) সকাল ১০টায় বরিশাল মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রতিনিধিদের উপস্থিতিতে সভাপতি হিসেবে মোঃ জাহাঙ্গীর হোসেন হাওলাদারকে মনোনীত করা হয়। এদিকে গত ১২ সেপ্টেম্বর (রবিবার) উক্ত কমিটির নবাগত সভাপতি ও বিদ্যালয়ের অন্যান্য সদস্য, স্হানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্তিত ছিলেন, আজাদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন হাওলাদার, বিশিষ্ঠ সমাজসেবক মোঃ গাউস হোসেন, আমীর আলী চৌকিদার, মোঃ হেলাল উদ্দিন, দেলওয়ার হোসেন খাঁন মোঃ আশিকুল ইসলামসহ স্হানীয় গন্যমান্য। এছাড়াও বরিশাল পূর্বাঞ্চলীয় প্রেস ক্লাবের সাংবাদিক মোঃ শাহ পরান সুজন, সাংবাদিক মোঃ রেদওয়ান শাওন, সাংবাদিক আরিফ খাঁন, সাকিব আব্দুল্লাহসহ অন্যান্যরা উপস্তিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com