প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৫, ২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২০, ১০:৩৯ পি.এম
এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফেন্সিডিল সহ পুলিশ।

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিল সহ শিমুল হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
সোমবার (১১ মে) সকালে শার্শা থানার বালুন্ডা টু সেতাই রাস্তার মাঝে ব্রিজের উপর থেকে তাকে আটক করে পুলিশ।
আটক শিমুল ঝিকরগাছা থানার কুমড়ি (পশ্চিম পাড়া) গ্রামের আবুল কালামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে, শার্শা থানার এএসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বালুন্ড টু সেতাই গ্রামের সেতাই ব্রিজের উপর থেকে ৩৫ বোতল ফেনসিডিল সহ শিমুলকে আটক করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2024 Daily Crime Bangla