প্রিন্ট এর তারিখঃ জুলাই ১২, ২০২৫, ১২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২০, ১২:৫৫ এ.এম
পূর্ব শত্রুতার জের ধরে মজিবর রহমানকে হাতুরির আঘাতে নিহত বরগুনায়।

মোঃজুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধিঃ
বরগুনায় পূর্ব শত্রুতার জের ধরে মজিবর রহমান নামে এক ব্যাক্তি হাতুরির আঘাতে নিহত হয়েছে। নিহত ব্যাক্তি সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের পশুয়া গ্রামের বাসিন্দা।
দের মাস আগে মোবাইল চুরিকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছেলে খোকন সর্দারের সাথে কলহের সৃষ্টি হয় নিহত মজিবর রহমানের। এরই জের মঙ্গলবার বেলা ১১ টায় বাড়ির টিউবওয়েলে গোসল করতে গেলে খোকন সর্দার হাতুরী দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মজিবর রহমানকে। পরে গুরুতর আহত অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাজাহান জানান, আসামীদের আটকের জন্য পুলিশের তিনটি ইউনিট মাঠে কাজ করছে বলে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2024 Daily Crime Bangla