প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫, ৭:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২০, ৮:৪২ পি.এম
পোশাক শ্রমিক নতুন করে আরও একজন করোনায় আক্রান্ত বরগুনা জেলায়।
মোঃজুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধি :বরগুনা আরও একজন করোনায় (কোভিড–১৯) আক্রান্ত হয়েছেন। ওই ব্যক্তি পোশাক কারখানার শ্রমিক।
মঙ্গলবার (১২ মে) বরগুনা সিভিল সার্জন হুমায়ূন শাহীন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্ত ব্যক্তি সদর উপজেলার বদরখালী ইউনিয়নের গুলীশাখালী গ্রামের বাসিন্দা। তিনি সম্প্রতি ঢাকা থেকে বাড়ি আসেন।
বরগুনা সিভিল সার্জন হুমায়ূন শাহীন খান জানান, করোনায় আক্রান্ত ওই ব্যক্তি সম্প্রতি ঢাকা থেকে জ্বর, সর্দি, কাশি নিয়ে বাড়ি আসেন। তিনি ১০ মে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন। ওই দিন তার নমুনা সংগ্রহ করে বরিশালের ল্যাবে পাঠান চিকিৎসকেরা। গতকাল রাতে তার নমুনা পরীক্ষার প্রতিবেদন বরগুনা জেনারেল হাসপাতালে আসে। এতে তিনি করোনাভাইরাসে আক্রান্ত বলে উল্লেখ করা হয়। তিনি এখন বরগুনা জেনারেল হাসপাতালের ৫০ শয্যার করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনায় প্রশাসন তার বাড়ি লকডাউন করেছে এবং তার সংস্পর্শে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে।
এছাড়া, বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে তিন করোনায় রোগী চিকিৎসাধীন রয়েছেন।জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বরগুনা জেলায় আজ পর্যন্ত ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বরগুনা সদর উপজেলায় ১৪, আমতলী উপজেলায় ১১, বামনা উপজেলায় ৯, বেতাগী উপজেলায় ৩ ও পাথরঘাটা উপজেলায় ২ জন করোনাতে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ২ জন মারা গেছেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2024 Daily Crime Bangla