এম.জাফরান হারুন, পটুয়াখালী:: দীর্ঘ ৯ বছর পর আগামী ৭ই ফেব্রুয়ারি বাউফল উপজেলার বাউফল সদর, দাশপাড়া, নাজিরপুর ও মদনপুরা ইউনিয়নের নির্বাচন হতে যাচ্ছে।
এ নির্বাচনে দাশপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী গরিব, দুখি, অসহায় মানুষের বন্ধু ও বিশিষ্ট ব্যবসায়ী এবং তরুণ সমাজসেবক মোহাম্মদ বাদল সর্দার মোরগ মার্কা নিয়ে জনগণের আলোচনায় রয়েছেন। এ নিয়ে দেখা গেছে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা।
বাদল সর্দার ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আক্কেল আলী সর্দারের সুযোগ্য সন্তান।
সরেজমিনে প্রতিবেদকের সাথে আলাপকালে বাদল সর্দার বলেন, আমি মানুষের সেবায় নিবেদিত প্রান হয়ে কাজ করতে চাই। তাই এই মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য নিজেকে উৎসর্গস্বরুপ প্রার্থী হয়েছি। জনগণও আমাকে চাচ্ছে। পাচ্ছি ব্যাপক সাড়া। আর এ জনগণই আমার শক্তি ও সুখ দুখে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com