কলাপাড়া প্রতিনিধি পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রাম থেকে মনসুর মোল্লা(২২) নামের এক যুবকের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১২টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, বৃহস্পতিবার সকালে মনসুরকে বাড়িতে রেখে তার মা পাশ্ববর্তী দেবপুর গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে যায়। ওইদিন রাত আড়াইটার দিকে নিহত যুবকের মা শোভা বেগমের ফোনে এক নারী কল দিয়ে জানান তার ছেলে গলায় ফাঁস দিয়েছে। গভীর রাতে ছেলের মৃত্যুর খবর পেয়ে বিচলিত মা তার স্বজনদের জানালে তারা রাতে ওই ঘরের জানালা দিয়ে মনসুরের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরবর্তীতে খবর দেয় পুলিশকে।
পুলিশ কর্মকর্তা জানান, মৃত মমিন মোল্লার ছেলে মনসুরের এক সপ্তাহ পর সৌদি আরব যাওয়ার কথা ছিলো। বিদেশ যাওয়ার সকল কাগজপত্র তৈরি ছিলো। কিন্তু কি কারণে সে আত্মহত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। আর ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন পাওয়া গেছে যেটি ঝুলন্ত মৃতদেহের দিকে ফেরানো ছিলো। মোবাইলটি লক খুলতে পারলে তার মধ্যে আত্মহত্যার কোন ভিডিও বা অন্য কোন তথ্য আছে কিনা তা জানা যাবে।
তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে নারী তার মাকে ফোন দিয়ে মৃত্যুর খবর জানিয়েছে তার সাথে মৃত মনসুরের প্রেমের সম্পর্ক ছিলো। ওই নারীকে খুঁজে বের করতে পারলে এ বিষয়টি জানা যাবে। তবে এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com