প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২২, ৯:৪৮ পি.এম
অনলাইন শপ মানেই প্রতারণা নতুন ফন্দি ফিকির ছাড়ছেন না সাংবাদিক, দেরও/দৈনিক ক্রাইম বাংলা।
নিজস্ব প্রতিবেদক ঃগত সোমবারে একটি নাম্বার থেকে0 1873-704980 ফোন করা হয় গত দু'বছর আগে আপনার গাড়ি ওয়াশ করার জন্য আমাদের কাছ থেকে ওয়াশিং মেশিন নেয়া হয়েছে।
পরবর্তীতে তিনি আরো বলেন, সেই পণ্যটি নেয়ার কারণে আপনাকে একটি উপহার দিয়েছে কোম্পানিটি এ কোম্পানিটি ইন্ডিয়া থেকে মাল সরবরাহ করে থাকে। দয়া করে আপনি আমাদের নাম্বারে মেইল বাবদ ৯০ টাকা পাঠিয়ে দিন, আগামী দুইদিন পরে এসএ পরিবহনে আপনাকে একটি স্বর্ণের চেইন একটি লকেট উপহার দেয়া হবে। যেহেতু এই উপহারটি ইন্ডিয়া থেকে পাঠিয়ে দেয়া হয়েছে তার জন্য ভ্যাট বাবদ আপনার কাছ থেকে ৯০০ শত টাকা এস এ পরিবহন কে দিতে হবে সরেজমিনে দেখা যায় এসএ পরিবহনে ৯২০ টাকা দিতেই বেরিয়ে আসে একটি আল্লাহ বরকত লকেট যাহার মূল্য ৩৫০ টাকা।
তা দিয়ে ভিন্ন কৌশলে প্রতারণা করে যাচ্ছে একটি চক্র, ইন্ডিয়ান টিভি শপ নামে একটি ক্যাশ মেমো পাঠিয়ে ছিল তারা তাদেরকে পরবর্তীতে ফোন করলে তারা বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়, তারা নাকি প্রশাসনকে ম্যানেজ করেই নাকি ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাই ভুক্তভোগী সাংবাদিক আল আমিন জানান এ চক্রটি অচিরেই এদেরকে আইনের আওতায় আনা হোক। কেননা এরা সাধারণ মানুষের কাছ থেকে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2024 Daily Crime Bangla