এম.জাফরান হারুন, পটুয়াখালী:: পটুয়াখালীয় গলাচিপায় সাড়ে ৯ লাখ টাকার জাল নোটসহ মো. খোকন (৩৫) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি ) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান।
আটককৃত খোকন রাঙ্গাবালী উপজেলার বাহের চর গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজর রহমান বলেন, খোকন আন্ত:জেলা জাল টাকার নোট বিক্রয় ও বিতরনকারী চক্রের সক্রিয় সদস্য। বুধবার (১৬ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় ডিবি পুলিশের একটি চৌকস দল গলাচিপা পৌর শহরের কাঠপট্রি এলাকায় অভিযান চালিয়ে জাল টাকার নোটসহ তাকে আটক করে।
এসময় তার কাছ থেকে ১ হাজার টাকার বিভিন্ন সিরিয়ালের ৭৯৬ টি এবং ৫ শ‘ টাকার বিভিন্ন সিরিয়ালের ৩০৮টি জাল নোট জব্দ করে। পরে খোকনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার সহযোগী একাধিক ব্যক্তির নাম প্রকাশ করে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com