স্টাফ রিপোর্টার কুয়াকাটা সৈকত থেকে আহত অবস্থায় উদ্ধার করে ৭টি রাজ কাঁকড়ার প্রাথমিক চিকিৎসা শেষে কুয়াকাটা সৈকতের ঝাউবন পয়েন্ট সংলগ্ন সাগরে অবমুক্ত করা হয়েছে।
শনিবার দুপুরে কাকড়াগুলো অবমুক্ত করা হয়।
ইউএসআইডি ইকো-ফিস ২, ওয়ার্ড ফিস পটুয়াখালীর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, গবেষণার কাজে সকাল ৬টার দিকে সৈকত থেকে গঙ্গামতির দিকে যাওয়ার পথে ছেড়া জালে আটকানো অবস্থায় অসুস্থ ৭টি রাজ কাঁকড়া উদ্ধার করি। তখন কাঁকড়াগুলোর শরীর থেকে রক্ত ঝরছিল। প্রাথমিকভাবে তাঁদের চিকিৎসা শেষে আমরা বেলা ১টার দিকে সাগরের ঝাউবন এলাকায় অবমুক্ত করি। সে জানায়, আজকে যে রাজ কাঁকড়াগুলো উদ্ধার করেছেন এর বৈজ্ঞানিক নাম কার্সিনসকর্পিয়াস রোটানডিকওডা। এঁদেরকে জীবন্ত জীবাশ্মাও বলা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com