প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ১১:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২২, ১০:২৭ পি.এম
পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার্থে হাজিপুর বাজারে একটি মিছিল বের করে স্থানীয় মুসল্লিগণ/দৈনিক ক্রাইম বাংলা।

নিজস্ব প্রতিবেদক ঃকলাপাড়া উপজেলার ৫ নং নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর বাজারে রমজানের পবিত্রতা রক্ষার জন্য, একটি মিছিল বের করেন কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিগণ।
তারা হাজিপুর বাজারের মসজিদ থেকে শুরু করে সম্পূর্ণ বাজার প্রদক্ষিণ করে, হাজিপুর চৌরাস্তায় এসে মিছিল শেষ করে।
সেই মিছিলে মুসল্লিগণ নারে তাকবীর এর স্লোগানে রমজানের পবিত্রতা রক্ষার জন্য সকল চায়ের দোকান হোটেল-রেস্তোরাঁ বন্ধ থাকার জন্য অনুরোধ জানায়।
সে সময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ইসমাইল মিয়া। আরো উপস্থিত ছিলেন, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ কবির মুন্সি। সেই সময় বক্তব্য রাখেন, হাজিপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম, মাওলানা মোঃ হারুন-অর-রশিদ। তিনি বলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা বাজারে কোথাও পর্দা দিয়ে দিনের বেলায় কোন লোকজনকে পানি জাতীয় খাবার না খাওয়ানোর জন্য অনুরোধ করেন। আরো বলেন সিয়াম সাধনার মাস, মাহে রমজান এর পবিত্রতা রক্ষার জন্য আমরা সবাই সবার স্থান থেকে দিনের বেলায় পানি জাতীয় খাবার চা, পান, ইত্যাদি এ খাবার যাতে কোন কাস্টমার কে না দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2024 Daily Crime Bangla