রিপন সাভার প্রতিনিধিঃ করেও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সাইটে ঢুকতে পারেননি নতুন এমপিওভুক্ত অধিকাংশ প্রতিষ্ঠানপ্রধান ও সাধারণ শিক্ষক। অনেক চেষ্টার পর শনিবার দুপুরে একবার ঢুকতে পারলেও রেজিস্ট্রেশনের শেষ ধাপে আপলোড নিচ্ছে না। প্রতিষ্ঠানের নতুন কোড নম্বর শিক্ষা অধিদপ্তরের কোনও নোটিশে বা জেলা ও উপজেলা অফিসে পাঠায়নি ইএমআইএস সেল। নিম্ন মাধ্যমিকের প্রতিষ্ঠান প্রধানরা স্তর পরিবর্তন হওয়ার পর নিজেদের উচ্চতর কোডে বেতন পাওয়ার আবেদন করার জন্য সফটওয়ারে কোনও অপশন রাখা হয়নি। কোনও নির্দেশনাও দেয়া হয়নি। ২ মে দৈনিক ক্রাইম বাংলা কাছে এমন অভিযোগ করছেন শিক্ষকরা। অথচ প্রতিষ্ঠানকে কোড নম্বর ও শিক্ষকদের এমপিওভুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আদেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একেবারে নতুন প্রতিষ্ঠানগুলো কোড নম্বর বা অন্য কোন উপায়ে সফটয়ারে ঢুকতে না পেয়ে উপজেল ও জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করলেও অধিকাংশ কর্মকর্তাই কোনো সমাধান দিতে পারছেন না। জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা বলেছেন তারা কিছুই জানেন না। ভুক্তভুগী শিক্ষকরা শনিবার দুপুরে দৈনিক ক্রাইম বাংলাকে এসব তথ্য জানিয়েছেন। বিকেল সাড়েতিনটার দিকে দৈনিক ক্রাইম বাংলা প্রকাশিত নতুন পদ্ধতিতে কোড দেয়ার খবর শুনে অনেকে জানতে ও বুঝতে পেরেছেন বিষয়টি জানা গেছে
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com