এম.জাফরান হারুন,, পটুয়াখালী::পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেলেন সাবেক নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম ফারুক। এখবর শুনে জনগণের মাঝে আনন্দ উল্লাস সহ স্বস্তি বিরাজ করছে।
গত রোববার (২৬ জুন) বিকালে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের প্রকাশিত তালিকা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এর আগে গত ৭ই ফেব্রুয়ারি নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মো. আমির হোসেন বিজয়ী হন। নির্বাচিত হওয়ার ১২দিনের মাথায় শপথ না নিয়ে গত ১৯ই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে চেয়ারম্যান পদ শূণ্য হয়ে পড়ে। উপনির্বাচনের ঘোষিত তফশিলানুযায়ী আগামী ২৭ই জুলাই নাজিরপুর ইউপি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এছাড়াও নাজিরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্যের মৃত্যুতে শূণ্যপদে ভোট গ্রহণ হবে।
এব্যাপারে সাবেক নাজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. ইব্রাহিম ফারুক প্রতিবেদককে বলেন, সারাজীবন আওয়ামী লীগ করেছি। তাই আমার নাজিরপুরের মানুষ আমার পক্ষে ছিল। উপজেলা আওয়ামী লীগ আমার পক্ষে ছিল। জেলা আওয়ামী লীগ আমার পক্ষে ছিল। আমার প্রানপ্রিয় নেতা বাউফলের মাটি ও মানুষের নেতা যিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাকে তার বুকে ধরে রাখতে আপ্রান। সেই সুবাদে বোর্ড মিটিং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাকে এক নাম্বার হিসেবে মনোনয়ন দিয়েছেন। এজন্য আমার নাজিরপুরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এবং নাজিরপুর আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তুরিক কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানাই। চির কৃতজ্ঞতা আমার প্রিয় নেতা আসম ফিরোজ ভাই। আনন্দিত আমি ও আমার সর্বস্তরের জনগণ সহ আমার প্রিয় নেতা কর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com