প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৮, ২০২২, ৮:১০ পি.এম
কলাপাড়ায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব’র জন্মদিন পালিত/দৈনিক ক্রাইম বাংলা।
মো.নাহিদুল হক,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’র ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, ৯ জন অসহায় দরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, উপজেলা সহকারী কমিশনার ভুমি আবুবক্কর সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুত কর্মসূচী কর্মকর্তা আসাদুজ্জামান খানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2024 Daily Crime Bangla