মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট,(দিনাজপুর)ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
স্থানীয়রা বৃহস্পতিবার দুপুরে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের করতোয়া নদীর কৃ রামপুর সোনারপাড়া,নেংড়াঘাটে একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তবে মৃত্যুর কারণ ও নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
ঘোড়াঘাট থানার ্অফিসার ইনচার্জ(ওসি) আবু হাসান কবির বলেন, আমরা লাশ অর্ধগলিত অবস্থায় উদ্ধার করেছি। ধারণা করছি তিনি ২-৩ আগে নিহত হয়েছে। মরদেহ গলে যাওয়ায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেখানে সিআইডির ফরেনসিক ইউনিট মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com