প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৫, ৪:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২২, ৭:৫৭ পি.এম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৮ জনকে সংবর্ধনা/দৈনিক ক্রাইম বাংলা।
মো.নাহিদুল হক,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড’র চেয়ারম্যান ডিরেক্টরসহ পরিচালনা পর্ষদের ১৮ জনকে সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলার ধূলাসার আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজে আগমন উপলক্ষে তাদের সংবর্ধনা দেয়া হয়। শনিবার বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রী কলেজ, ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান টেকনিক্যাল ইনস্টিটিউট, ধূলাসার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এবং জালালিয়া দাখিল মাদ্রাসা এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান সিআইপি ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান। কলেজের অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড’র পরিচালক বৃন্দ। সব শেষে এ উপজেলার ১০৯ জন অসহায় ও দুস্থ নারী পুরুষদের মাঝে ২৫ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করেন। এ সময় ব্যংক কর্মকর্তা ,কলেজ শিক্ষক শিক্ষার্থী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2024 Daily Crime Bangla