এম.জাফরান হারুন, , পটুয়াখালী:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর বাউফল পৌরসভা শাখা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে কেক কেটে উদযাপন করা হয়েছে। পরে পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ শোভাযাত্রা করার চেষ্টা করলে পুলিশি বাধায় পন্ড হয়ে যায়।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর ) বেলা ১১ টার দিকে উপজেলা সদরের হাসপাতাল সংলগ্ন অস্থায়ী দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে বাউফল পৌরসভা শাখা বিএনপির সভাপতি মো. হুমায়ন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি দলীয় সাবেক সাংসদ মো. শহিদুল আলম তালুকদার।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে দুপুর সাড়ে ১২ টার দিকে আনন্দ শোভাযাত্রা বের হলে পুলিশ বাধা দেয়। তখন সড়কের ওপর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল দিতে থাকে। এ সময় নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবং একপর্যায়ে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের মধ্যে ফিরে যেতে বাধ্য হন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com