মো.নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘের থেকে নয়ন খাঁন (১১) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামের আদর্শ আবাসনের মাছের ঘেরের পাশে জালে জড়ানো অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। মৃত নয়ন ওই গ্রামের লিটন খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নয়ন খাঁনকে খুঁজে পাওয়া যায় না। শুক্রবার সকালে তার মৃত্যুদেহ বাড়ির পাশের একটি মাছের ঘেরে পানি নিস্কাশনের চুঙ্গার মুখে জালে আটকে থাকতে দেখা যায়। স্থানীয়রা কলাপাড়া থানা পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেন।
কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার প্রস্ততি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com