এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারে টিআর কাবিখার সরকারি চাল কিনে গোপনে সরকারি বস্তা থেকে নুরজাহান নামক বস্তায় চালগুলো ভরে বস্তা করার সময় স্হানীয়দের হাতে আটক হয়েছে বাপ ছেলে মোতাহার ও আউয়াল নামে দুজন। পরে উপজেলা প্রশাসন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭শে জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কালাইয়া বাজার গরুহাট সংলগ্ন নুরু মসজিদের সামনের দোকান গোডাউনে এ ঘটনা ঘটে। বাপ মোতাহার হাওলাদার (৬০) ও ছেলে আউয়াল হাওলাদার (৩০)। তারা বগা ইউনিয়নের বানাজোরা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ওই বাপ ছেলে মিলে বিভিন্ন চেয়ারম্যান ও মেম্বারদের কাছ থেকে টিআর কাবিখার সরকারি চাল সহ বিভিন্ন ভাবে সরকারি চাল কিনে তা নুরজাহান বস্তায় প্যাকেটজাত করে তা ব্লাকে বিক্রি করা তাদের পেশা।
এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি বায়েজিদুর রহমান বলেন, আমরা খবর পেয়ে থানা পুলিশের সহায়তায় দ্রুত এসে দেখতে পাই টিআর কাবিখার চাল কিনে তা নুরজাহান নামক বস্তায় ভরা অবস্থায় পাওয়া যায় এবং তা অভিযুক্ত মোতাহার ও তার ছেলে আউয়াল স্বীকার পূর্বক কাগজপত্র দেখালে নুরজাহান বস্তা করার অপরাধে তাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নগদ ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com