এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি মাসুম বিল্লাহ ১৭ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হয়েছে।
সোমবার (৬ই ফেব্রুয়ারী) দিবাগত রাত ১২টার দিকে তাকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মাসুম বিল্লাহ (৪৫), বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের গোয়ালিবাগা (সানেস্বর) গ্রামের বাসিন্দা মোঃ আঃ রশিদের ছেলে।
বাউফল থানা পুলিশ জানান, কোটালিপাড়া থানার মামলা নং ২- ১২/৮/২০০২, জিআর- ৯২/২০০২, নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা নং ২৪/২০০৩ এর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি ছিল মাসুম বিল্লাহ। যাহা ২৯/৬/২০০৬ সনে অতিরিক্ত দায়রাজজ বিচারক, গোপালগঞ্জ রায় দেন। তারপর থেকেই দীর্ঘ ১৭ বছর পলাতক থাকে ছিল তিনি।
এদিকে গোপন তথ্যের ভিত্তিতে বাউফল থানা পুলিশ ও RAB-3 এর অভিযানে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com