এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীর বাউফলে থানা পুলিশের অভিযানে একাধিক মাদক মামলার আসামি সবুজ সিকদার সহ মাদক কারবারি নাজমুল গাজী আটক হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌরশহরের বাউফল বালিকা বিদ্যালয়ের পকেট গেটের সামনে পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মোঃ সবুজ সিকদার (৩৩), উপজেলার নাজিরপুর ইউনিয়নের রায় তাতেরকাঠী গ্রামের জামাল সিকদারের ছেলে এবং মো. নাজমুল গাজী (৩০), সূর্যমনি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সুলতান গাজীর ছেলে।
থানা পুলিশ জানান, মঙ্গলবার রাতে বাউফল থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করেন। এসময় সবুজ সিকদার ও নাজমুলের প্যান্টের পকেট থেকে তল্লাশি চালিয়ে ১শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে মাদক কারবারি সবুজ সিকদারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
বাউফল থানার ওসি মো. আল মামুন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বুধবার পটুয়াখালী কোর্টের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com