মোঃ জাফর ইকবাল, কলাপাড়া প্রতিনিধি।।
নিজামপুর কোস্ট গার্ডের একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ১৪ ই ফেব্রুয়ারি ২০২৩ রাত আনুমানিক ০০২০০ ঘটিকার সময় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিসি স্টেশন নিজামপুর কর্তৃক পটুয়াখালী জেলা মহিপুর থানাধীন বাবলাতলা নামক এলাকায় রামনগর চ্যানেলের মোহনায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান হতে অনুমানিক ২,০০০০০ পিজ বাগদা ও গলদা চিংড়ির এবং দুটি কাঠের নৌকা জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪০,৮০০০০০/= (চার কোটি ৮ লক্ষ টাকা মাত্র) এ সময় কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ রেনুপনা ব্যবসায়ীরা পালিয়ে যায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত রেনু পোনা উপজেলা মেরিন ফিসারি অফিসার মোঃ আশিকের উপস্থিতিতে নদীতে অবমুক্ত করা হয়।
বাংলাদেশ দক্ষিণ জোনের কনটিজেন্ট কমান্ডার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলে বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা, অবৈধ মৎস্য রেনুপনা, অভিযান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জন নিরাপত্তা, বনদস্যু ও ডাকাতি দমনের পাশাপাশি বন ও প্রাণী সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com