এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।
গভীর রাতে পটুয়াখালীর বাউফল পৌরসভার মুজিব চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলক ভেঙে ফেলেছে দূর্বৃত্তরা। যা সোমবার (২৬শে ফেব্রুয়ারি) দুপুরের দিকে বিষয়টি প্রকাশ্যে আসলে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর ও উপজেলা আওয়ামীলীগ। পরে বিকেলে শান্তি সমাবেশ করেছে পৌর ও উপজেলা যুবলীগ।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল বলেন, ১৭ই মার্চ ২০২০ সালে পৌরসভার ৪ নং ওয়ার্ডে মুজিব চত্বরের উদ্বোধন করেছিলাম। গতকাল রোববার গভীর রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলক হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে ফেলেছে দূবৃত্তরা। এ কাজ করে বঙ্গবন্ধুকে মুছেফেলা যাবে না। তাই প্রশাসনকে এই দুর্বৃত্তদের অনতিবিলম্বে গ্রেপ্তার করার জন্য অনুরোধ রইল।
এদিকে থানা সংলগ্ন ইলিশ চত্বরে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল, নাজিরপুর তাঁতের কাঠি ইউনিয়নের চেয়ারম্যান এস এম মহসিন হাওলাদার, বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শিপন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার গাঙ্গুলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসান ও সাধারণ সম্পাদক মাহামুদ রাহাত জামশেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, বিএনপি জামাতের কাজ শুধু গুজব ছড়ানো। তারা বলেছিল ব্যাংকে টাকা থাকবে না, করোনার সময় লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা যাবে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এরকম কিছুই ঘটেনি। প্রধানমন্ত্রী সেই দুর্যোগের সময় আমাদের সাহস জুগিয়েছেন শক্তি জুগিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রণোদনার কারণে বাংলাদেশের কোন মানুষ না খেয়ে মারা যায়নি।
এবিষয়ে বাউফল থানার ওসি আল-মামুন বলেন, দ্রুত দোষীদের তদন্ত পূর্বক আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com