এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার এর পরামর্শ সহ তার নিজস্ব অর্থায়নে খাটি সরিষার তৈল দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ই মার্চ) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে বসে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে প্রতি জনকে ১লিটার করে খাটি সরিষার তৈল দেওয়া হয়।
সরিষার তৈল দেওয়ার পূর্বে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে সরিষার তেল সেবনের পরামর্শ দেন এবং ঘাতক মরনব্যাধি সয়াবিন তৈল সারাজীবনের তরে পরিত্যাগ করার অনুরোধ করেন। তিনি তার পরামর্শে উপস্থিত সকলের উদ্দেশ্য বলেন, সয়াবিন তৈল সেবন বাদ দিয়ে সরিষার তৈল খান সুস্থ থাকুন। সরিষার তৈল সেবন এবং ব্যবহারে বিভিন্ন ভাবে রোগমুক্তি পাওয়া যায়। আর সয়াবিন তৈল সেবনে আস্তে আস্তে বিভিন্ন রোগব্যাধি বাসা বাধে মানব দেহে। আসলে সয়াবিন তৈল কেমিক্যাল জাতীয় বিষ বলে সবাইকে সতর্ক করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com