রোজি আক্তার হ্যাপী।
পটুয়াখালীর কুয়াকাটা লেবুরবনে দশ ফুট লম্বা ১টি অজগর ও ৮ ফুট লম্বা ৩টি পদ্ম গোখরা সাপ উদ্ধার করে অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা।
রবিবার দুপুর ২টার দিক কুয়াকাটার অদূরে পর্যটন স্পট লেবুরবনে এসব সাপ অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন এনিমেল লাভারস অফ পটুয়াখালী শাখার টিম লিডার মুসা, কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান ও মহিপুর বন বিভাগের বন কর্মীরা।
মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, রবিবার সকালে এসব সাপ মহিপুরের পাইকবাড়ি নামক স্থান থেকে সাপুড়েদের কাছ থেকে উদ্ধার করা হয়। পরে সাপ ধরবেনা এই মর্মে মুচলেখা দিলে ওই সাপুড়িয়াদের ছেড়ে দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com