রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি প্রতিনিধি।।
ঝালকাঠি সদর উপজেলার রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের ব্যবস্থাপনা কমিটির শিক্ষানুরাগী সদস্য বীর মুক্তিযোদ্ধা এড.আনোয়ার হোসেন আনু’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় কলেজের অধ্যক্ষের কার্যালয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের শিক্ষক মো: আ: কাদের হাওলাদার। এসময় উপস্তিত ছিলেন কলেজের অধ্যক্ষ পীযূষ কান্তি মন্ডল, বিএম শিক্ষাক্রমের বিভাগীয় প্রধান রিয়াজুল ইসলাম বাচ্চু, ভোকেশনাল শিক্ষাক্রমের বিভাগীয় প্রধান মো: সাইদুল ইসলাম, সিনিয়র প্রশিক্ষক মো: মনিরুল ইসলাম, প্রভাষক সঞ্চয় কুমার দাস, শিক্ষক মাইনুদ্দিন রমিজ, শেখর চন্দ্র, অফিস সহকারী মোসা: পপি আক্তারসহ শিক্ষার্থীবৃন্দ।
এড. আনোয়ার হোসেন আনু হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা স্কোয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন। অপারেশন করে তার হার্টে রিং বসানো হয়েছে। তিনি ঝালকাঠিবাসীসহ সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।
এড. আনোয়ার হোসেন আনু ঝালকাঠি জেলা জাতীয় পার্টির সভাপতি, ঝালকাঠি রেড ক্রিসেন্ট এর কর্মকর্তা, সমাজসেবক ও সজ্জনব্যক্তি হিসেবে ঝালকাঠিতে অনেক সুনাম রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com