এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সোসাইটি কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। রোববার (২৬শে মার্চ) বিকেলে মহান দিবসটি উপলক্ষে ইফতার পার্টি ও শহীদের স্মরণে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাউফল উপজেলার সূর্যসন্তান মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার সহ সাবেক সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর উত্তম সামসুল আলম তালুকদার এর সন্তান বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক তারুণ্যের অহংকার ও জেলা আওয়ামী লীগের সদস্য হাসিব আলম তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত মেজর মোঃ আবদুল কাইয়ুম, কর্পোরাল মোঃ খলিলুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানের প্রথমে ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে বরন করে নেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সোসাইটি এবং প্রধান অতিথিকে সম্মাননা ক্রেষ্ট দেওয়া হয়। পরে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত শেষে ইফতারের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com