• শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আমরা কলাপাড়াবাসী সংগঠনের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা,,,,,দৈনিক ক্রাইম বাংলা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা গৃহকর্মে নিয়োজিত শিশুরা : নীতিমালার কাগজে অধিকার, বাস্তবে বন্দী শৈশব,,,,,দৈনিক ক্রাইম বাংলা ভোলার নদী গুলোর মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজায় আবারও পাঠানো হচ্ছে ত্রাণবাহী নৌযান: ঘোষণা ফ্লোটিলার,,, দৈনিক ক্রাইম বাংলা আ. লীগের শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়: অ্যাটর্নি জেনারেল,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।।

একই দিনে দুই দলের কর্মসূচি, তীব্র যানজটে ভোগান্তি রাজধানীবাসীর/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ১৩৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

একই দিনে আওয়ামী লীগ এবং বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী, পথচারী। যানজটে পড়ে পথেই দীর্ঘ সময় কাটাতে হয়েছে যাত্রীদের। এদিকে, পদযাত্রাকে কেন্দ্র করে আশপাশের এলাকায় যান চলাচল কমে যায়। গণপরিবহন না পেয়ে অনেককে হেঁটে গন্তব্যে রওনা দিতে দেখা গেছে। বিশেষ করে সড়কের যে পাশ দিয়ে পদযাত্রা কর্মসূচি চলেছে সে পাশ স্থবির হয়ে পড়ে। একদিকে যানজট অন্যদিক গরমে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর গাবতলী থেকে পদযাত্রা শুরু হলে মিরপুর-১, ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁওয়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এদিকে সড়কের এক পাশে সব যানবাহন আটকে দিয়ে পদযাত্রা কর্মসূচি চলায় রাজধানীর কিছু পয়েন্টে গাড়িতে বসে ঘণ্টার ঘণ্টার অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। এ প্রসঙ্গে ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার মো. শাহেদ আল মাসুদবলেন, পদযাত্রাটি যেদিক দিয়ে আসছে সেদিকের সব কয়টা পথ বন্ধ হয়ে যাচ্ছে। ফলে মিরপুর এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যত সামনে আগাচ্ছে ততই বাড়ছে যানজট। আমরা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। তবে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত সড়কের বর্তমান অবস্থা স্বাভাবিক হবে না। অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা এবং সমাবেশের পর সেখান থেকে শাহবাগ, এলিফ্যান্ট রোড, সিটি কলেজের সামনে হয়ে ধানমন্ডি ৩২ পর্যন্ত র‌্যালি হওয়ায় এলাকাগুলোতে লোকজনের ভিড় বেড়েছে। এসব সড়কে বিকালের পর যানজট দেখা দেয়। শাহবাগ হয়ে মৎস্য ভবন পর্যন্ত যানজট রয়েছে। রমনা ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) মো. জয়নাল আবেদীনবলেন, দুপুর দুইটার পর থেকে শাহবাগ হয়ে মৎস্য ভবনের পথে লোকজনের ভিড় বেড়েছে। এতে যানবাহনের কিছুটা ধীরগতি এসেছে। লোকজন রাস্তা থেকে সরে গেলে যানজট কমে যাবে বলে আশা করি। আমাদের পক্ষ থেকে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি। অফিস ফেরা কয়েকজন মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, কর্মদিবসের দিনে এমন রাজনৈতিক কর্মসূচি অনাকাক্সিক্ষত। রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা না করে উল্টো কষ্ট দেয়। এসব কর্মসূচি বন্ধের দিনে আয়োজন করে হলে সবার জন্য ভালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ