“রাসেল হোসেন নিরব”
পটুয়াখালী জেলা প্রতিনিধি:পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বগা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃআশ্রাফ আহমেদ এর বিরুদ্ধ প্রকাশিত মিথ্যা,বানোয়াট এবং উদ্যেশ্য প্রনোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন বগা ইউনিয়ন ছাত্রলীগ। যানা যায়,গতো ২১-০৭ ২০২১ ইং রাত আনুমানিক ৪.৩০ মিনিটের দিকে বগা বন্দর হাই স্কুলের সামনে এক অটোরিকশা চালকের সাথে যাত্রীদের বাকবিতণ্ডা হয়।এক পর্যায়ে অটোরিকশার যাত্রীরা অটোচালকের ওপর চড়াও হয়ে তাকে চড় থাপ্পড় মারেন।সেই সময়ে বগা ঘাট সুপারভাইজার এবং ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আশ্রাফ আহমেদ সেখান দিয়ে বাসায় যাওয়ার সময় বাকবিতণ্ডা দেখে দাঁড়ায় এবং অটোচালকের গায়ে হাত তোলার কারন জিজ্ঞেস করে।এতে যাত্রীরা তার উপরেও চড়াও হয় এবং ভিডিও ধারণ করে চাদাবাজির অভিযোগ আনে।কিন্তু ভিডিও তে তাকে কেবল প্রতিবাদ করতে দেখা যায়,চাদাবাজি কিম্বা হয়রানির কোনো আলামত সেখানে নেই। অটোচালক জাহিদের সাথে কথা বললে সে জানায়, যাত্রীদের নিয়ে কিছুদুর যাওয়ার পরেই তার অটোটি দুর্ঘটনায় পরে,তখন যাত্রীরা বিনা কারনে তাকে গালাগাল এবং মারধর করে।তখন বগা ছাত্রলীগের সভাপতি তাকে মার খাওয়া থেকে বাচায় এবং ঘটনার প্রতিবাদ জানায়।সে ঘটনা নিয়ে কয়েকদিন পর রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ করে।এর প্রতিবাদ জানিয়ে বগা ইউনিয়ন ছাত্রলীগ এবং আওয়ামিলীগ বিবৃতি দিয়েছেন।
You cannot copy content of this page