তপু সরকার, খুলনা প্রতিনিধি– খুলনার দাকোপের চিহ্নত মাদক ব্যাবসায়ি ইসমাইল মোল্ল(৩০) কে ১০০গ্রাম গাঁজা সহ আটক করেছে দাকোপ থানা পুলিশ। আজ রবিবার সকাল ১২ঃ৫৫ মি এর দিকে দাকোপ থানার এ এস আই আবু জাফর এর নেত্রীত্বে এ এস আই মোঃ মনির সঙ্গিও ফোরস দাকোপ কে সি কলেজের পাশ্ববর্তী দেপ্রসাদ বাছাড়ের মুদি দোকানের সামনে থেকে গাঁজা সহ হাতেনাতে আটক করে ইসমাইল মোল্লা কে। পুলিশ সুত্রে জানাযায় করোনার সময় সুযোগ কাজে লাগিয়ে রমরমা মাদক ব্যাবসা করে আসছিল ইসমাইল মোল্লা, আজ সকাল সুকৌশলে তাকে হাতেনাতে আটক করে। আটককৃত ইসমাইল মোল্লা দাকোপ থানার বউমার গাছতলার (উত্তর কলোনি) খানজাহান মোল্লার ছেলে। তার নামে দাকোপ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
You cannot copy content of this page