• শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আমরা কলাপাড়াবাসী সংগঠনের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা,,,,,দৈনিক ক্রাইম বাংলা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা গৃহকর্মে নিয়োজিত শিশুরা : নীতিমালার কাগজে অধিকার, বাস্তবে বন্দী শৈশব,,,,,দৈনিক ক্রাইম বাংলা ভোলার নদী গুলোর মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজায় আবারও পাঠানো হচ্ছে ত্রাণবাহী নৌযান: ঘোষণা ফ্লোটিলার,,, দৈনিক ক্রাইম বাংলা আ. লীগের শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়: অ্যাটর্নি জেনারেল,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।।

জাতীয় মৎস্য পদক পেল ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠান/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ১৮৮ পঠিত
আপডেট: বুধবার, ২৬ জুলাই, ২০২৩

মৎস্য ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মৎস্য পদক দিয়েছে সরকার। মঙ্গলবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পুরস্কার বিতরণ করেন। এ বছর নির্ধারিত নয়টি ক্ষেত্রের মধ্যে আটটি ক্ষেত্রে স্বর্ণ, সাতটি ক্ষেত্রে রৌপ্য ও ছয়টি ক্ষেত্রে ব্রোঞ্জ পদক দেওয়া হয়। পদক ঘোষণা করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক। রেণু উৎপাদনের জন্য স্বর্ণপদক পেয়েছে বগুড়ার শেরপুরের মাইজভান্ডারী মৎস্য খামার, গাজীপুরের ছোঁয়া ফিসারিজ অ্যান্ড হ্যাচারিজ লিমিটেডের টিপু সুলতান। মৎস্য উৎপাদনে চট্টগ্রামের সুখবিলাস ফিশারিজ অ্যান্ড প্ল্যান্টেশনের এরশাদ মাহমুদ, বাগদা চিংড়ি পিএল উৎপাদনে কক্সবাজারের নিউ রয়েল শ্রিম্প হ্যাচারির ওমর ফারুক, গলদা চিংড়ি উৎপাদনে খুলনার রায়হান অ্যাগ্রো ফিসারিজের সফিকুর রহমান, মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানিতে খুলনা ফ্রোজেন ফুডস এক্সপোর্ট লিমিটেডের মনসুর আলী স্বর্ণপদক পেয়েছেন। মৎস্য সম্পদ উন্নয়নে স্বর্ণপদক পেয়েছে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স, পিরোজপুর। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা হিসেবে স্বর্ণপদক পেয়েছেন ভোলার জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, আমরা নিজেদের চাহিদা পূরণ করে বিশ্বের ৫২টি দেশে মাছ রপ্তানি করছি। এতে বিপুল পরিমাণ বৈদেশিক অর্থ আয় করা সম্ভব হচ্ছে। কিছু দুষ্টু মানুষের লোভের কারণে মাছের বৈদেশিক বাজার নষ্ট হয়েছিল। তারা আয়রনসহ নানা ধরনের খারাপ জিনিস ঢুকিয়ে দিয়েছিল। বর্তমানে বিদেশে মাছ রপ্তানি ও বিদেশ থেকে মাছ, মাছের খাবারসহ অন্যান্য পণ্য আনার ক্ষেত্রে তা পরীক্ষা-নিরীক্ষা করতে তিনটি আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ বলেন, দেশে চার শতাধিক মৎস্য অভয়াশ্রম তৈরি করা হয়েছে। চাষি পর্যায়ে রোগমুক্ত চিংড়ি পোনা বিতরণে কার্যক্রম নেওয়া হয়েছে। তবে আমাদের উপজেলা ও মাঠ পর্যায়ে মৎস্যচাষিদের কাছে প্রযুক্তি পৌঁছানোর লোকবলের অভাব রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ