• সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘একটা একটা জামাত ধর, ধইরা ধইরা জবাই কর’- স্লোগানে বাউফলে বিএনপির বিক্ষোভ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়া হাসপাতালে রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরন করলেন বিএনপি নেতারা/দৈনিক ক্রাইম বাংলা।। পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন কলাপাড়া থানার রাসেল খান/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ঠে এক নারীর মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।। মিডফোর্টের ব্যবসায়ী সোহাগে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে ইয়াবাসহ যুবলীগ নেতা মেম্বার হারুন মৃধা আটক/দৈনিক ক্রাইম বাংলা।। সিরাজদিখানে ছাত্রী ধর্ষণচেষ্টা মামলার আসামী প্রধান শিক্ষক বিদ্যালয়ে জোরপূর্বক অনুপ্রবেশ, স্থানীয়দের ক্ষোভ!/দৈনিক ক্রাইম বাংলা।। পটুয়াখালী জেলায় ৪ স্কুলের সবাই ফেল, জেলায় গড়ে পাসের হার ৫৫.৭২ শতাংশ/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন প্রেসক্লাবের সম্পাদকের পুত্রের সাফল্য/দৈনিক ক্রাইম বাংলা।। জারিরদোনা ও তুলাতুলি খাল খনন নিয়ে জনমনে অসন্তোষ ,জলাবদ্ধতায় বিপন্ন কমলনগরের জনপদ/দৈনিক ক্রাইম বাংলা।।


কলাপাড়ায় সিনেমা স্টাইলে বুকে ছুড়িকাঘাত আহত-১, গ্রেফতার-৪/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ১১১ পঠিত
আপডেট: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩


মোঃ নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় সিনেমা স্টাইলে বুকে ছুড়ি ঢুকিয়ে দেয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র জরুরি বিভাগের সামনে এ ঘটনাটি ঘটেছে। আহত মো.জলিল হাওলাদার উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের মো.দুলাল হাওলাদারের ছেলে। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা
হয়েছে। অভিযুক্ত মো.রাকিব রাঢ়ি,মো.হেলাল গাজী, মো. জুয়েল মৃধাসহ চার জনকে কলাপাড়া থানা পুলিশ গ্রেফতার করেন।
মামলা সুত্রে জানা যায়,নিশানবাড়িয়া গ্রামের হাজী নাদের তালুকদার বাড়ি জামে মসজিদে জোহরের নামাজ শেষে বাড়ি যাওয়ার পথে আহত জলিলের ভাই রাকিবুলের
সাথে অভিযুক্ত মামুন হাওলাদারের ছেলে ইসমাইলের সাথে কথা কাটা কাটি হয়। এ বিষয় কে কেন্দ্র করে মামুন,মজিদ,সালামসহ বেশ কয়েকজন রাকিবুল,জলিল ও তার বাবা দুলাল কে তাদের বাড়িতে এসে মারধর করে এতে তারা আঘাত প্রাপ্ত হয়। অথচ মামুন ও মজিদ বিকেলে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়। এ সময় জলিল ও তার ভাই এবং বাবা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। অভিযুক্ত সবুজ তাদেরকে দেখতে পেয়ে অন্যান্য লোকজনের সহযোগিতায় তাদের উপর হামলা চালায় এবং কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র জরুরি বিভাগের সামনে বসেই জলিল হাওলাদারের বুকে চাকু ঢুকিয়ে দেয়। এতে তিনি মারাত্মক যখম হয় এবং তার ভাই রাকিবুলও আহত হয়। বর্তমানে তারা দুজনই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহাম্মেদ বলেন, এখন প্রযন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ