• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হিজলায় বিএনপি নেতার অপকর্মের বিরুদ্ধে মানবন্ধন,,,,দৈনিক ক্রাইম বাংলা চিয়া সিডের সঙ্গে এই খাবারগুলো খাওয়া হতে বিরত থাকুন,,,,দৈনিক ক্রাইম বাংলা মানহানির মামলার জন্য ক্ষতিপূরণ চাইলেন ব্লেক লাইভলি,,,,,দৈনিক ক্রাইম বাংলা কূটনীতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন বিএনপির মঈন খানের,,,,,দৈনিক ক্রাইম বাংলা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরখানে খাল পরিষ্কার কার্যক্রম বিএনপির,,,,,দৈনিক ক্রাইম বাংলা যুব, নারী ও শিশুদের অগ্রাধিকার দিয়ে এবি পার্টি’র নির্বাচনী ইশতেহার,,,,,দৈনিক ক্রাইম বাংলা পথশিশুদের অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ে,,,,,দৈনিক ক্রাইম বাংলা নেপালে বাংলাদেশিরা নিরাপদে, পরিস্থিতির উন্নতি হলেই ফিরে আসা সম্ভব: তৌহিদ,,,,,দৈনিক ক্রাইম বাংলা ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলায় নিহত কমপক্ষে ৩৫ জন,,,,,দৈনিক ক্রাইম বাংলা কী আছে এই নতুন আইফোন ১৭ এয়ারে?,,,,,দৈনিক ক্রাইম বাংলা

বাউফলে ভাড়াটিয়ার দোকান তালা দেওয়া সহ ভাড়া উত্তোলনের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৭২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বন্দর বাজারে মোতালেব ও লতিফ হাওলাদারের ভাড়াটিয়ার দোকানঘরে তালা দেওয়া সহ ভাড়ার টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এতে ভুক্তভোগীদের অভিযোগের কথা অস্বীকার করেছেন প্রতিপক্ষ আনিচ মৃধা।

ভুক্তভোগীরা জানান, আমরা মোতালেব ও লতিফ হাওলাদারের নামে জমিদাতা মোজাম্মেল হক ওরফে নয়া মোল্লার কাছ থেকে ১৯৯৩ সালে এই জায়গাটি মোট ১৬ শতাংশ জমি ক্রয় করি। ক্রয় করার পরপরই দোকান ও ঘর নির্মাণ করে বিভিন্ন জনের কাছে ভাড়া প্রদান করে আসছি। এবং আনিচ মৃধার বাবা মঙ্গল মৃধার কাছ থেকেও সম্ভবত ১৯৯৩ সালে ১৩ শতাংশ জমির একটা দলিল করি। কিন্তু ৫ই আগষ্ট ২০২৪ ইং তারিখের পরে প্রথমে বিএনপি-র অফিস করার জন্য টেবিল চেয়ার রুমের মধ্যে ঢুকানোর চেষ্টা করে এতে ব্যার্থ হয়ে ভাড়াটিয়াদের কাছ থেকে চাদা দাবি করে এবং ভাড়াটিয়াদের কাছ থেকে প্রতি মাসে মাসে টাকা নেয়।

এদিকে আমাদের ভাড়াটিয়া মালেক মুন্সী টাকা দিতে অস্বীকার করলে বগা ইউনিয়ন বিএনপির সেক্রেটারী বাবল মৃধা, বগা ইউনিয়ন বিএনপির সভাপতির ভাইয়ের ছেলে বাবুল, নাসির ও বিএনপির ২০/২৫ জন লোক এসে ভাড়াটিয়া মালেক মুন্সীর রুমে তালা দেয়। পরে মালেক মুন্সী বাউফল সেনাবাহিনী কে বিষয়টি জানালে সেনাবাহিনী এসে দোকান খুলে দেয়। আবার পরের দিনই দোকান বন্ধ করার জন্য ওই একই লোকেরা দোকান বন্ধ করার জন্য চাপ দেয়। দোকান বন্ধ না করলে মালামাল লুট করারও হুমকি দেয়। আমরা এ থেকে পরিত্রাণ চাই।

তবে এব্যাপারে সরেজমিনে গিয়ে মালেক মুন্সীর সাথে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়ে প্রতিবেদক তার দোকানের কর্মচারীর কাছে উক্ত বিষয়ে জানতে চাইলে বলেন, আমরা দোকান ছেড়ে দিয়েছি এবং মালামাল নিয়ে চলে যাবো বলে আর কোনো কথা বলেননি।

পাশের দোকানদার ভাড়াটিয়া মামুন বলেন, মোতালেব ও লতিফ হাওলাদার দীর্ঘদিন ধরে দোকানঘর তুলে তা ভাড়া দিয়ে ভাড়ার টাকা তুলে আসছেন। কিন্তু আওয়ামী সরকার পতনের ৫ই আগষ্টের পর থেকে আনিচ মৃধা তার পৈত্রিক সম্পত্তি দাবি করে এখন ভাড়া তুলে আসছেন।স্থানীয়রা জানান, আমরা জানি এবং দেখেছি যে মোতালেব ও লতিফ হাওলাদার এইসব দোকানঘর তুলে ভাড়াটিয়াদের কাছ ভাড়া দিয়ে দীর্ঘদিন ধরে প্রতি মাসে মাসে ভাড়া তুলে আসছেন। এখন শুনি এইসব জমি নাকি আনিচ মৃধার পৈত্রিক সম্পত্তি। তাই এখন আনিচ মৃধা ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়ার টাকা তুলছেন।

এবিষয়ে প্রতিপক্ষ আনিচ মৃধা অভিযোগ অস্বীকার করে বলেন, এইসব জমিতে যে দোকানঘর দেখছেন তা মোতালেব ও লতিফ হাওলাদার আওয়ামী লীগ সরকার আসার পর জবরদখল পূর্বক দোকানঘর তুলে এই দীর্ঘ ১৫/১৬ বছর পর্যন্ত ক্ষমতার প্রভাব খাটিয়ে ভাড়া তুলে আসছিল। তা ৫ই আগষ্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের পরই আমার পৈত্রিক সম্পত্তি আমি আমার আয়ত্তে রাখার চেষ্টা করছি।

এসময় আনিচ মৃধা তার ডান পা প্রতিবেদককে দেখিয়ে বলেন, এই মোতালেব হাওলাদার আমাকে হত্যা করার জন্য আমার ওপর হামলা চালিয়ে আমার পা খানা ভেঙেচুরে ফেলে। আজ আমি পঙ্গুত্ব বরণ করে আছি। আমার পরিবারের লোকজনের ওপরও একেরপর এক হামলা করে আসছিল বলে হু হু করে কেঁদে ফেলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ