• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আতঙ্কে নারায়ণগঞ্জ: নিরাপত্তাহীনতার নগরীতে রূপান্তর,,,,,দৈনিক ক্রাইম বাংলা চলে গেলেন বরেণ্য অভিনেতা রবার্ট রেডফোর্ড,,,,,দৈনিক ক্রাইম বাংলা মেসির গোলে সিয়াটলের সাথে জয় পেলো মায়ামি,,,,দৈনিক ক্রাইম বাংলা জেলার সংবাদ টাঙ্গাইলে তৃণমূলের প্রিয়মুখ ফরহাদ ইকবালের জনপ্রিয়তা তুঙ্গে,,,,,দৈনিক ক্রাইম বাংলা কাপাসিয়ায় স্মরণকালের সবচেয়ে বড় দুর্গোৎসব, নিরাপত্তায় চলছে প্রস্তুতি,,,,দৈনিক ক্রাইম বাংলা স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে: পরিকল্পনা উপদেষ্টা,,,,দৈনিক ক্রাইম বাংলা সবার রাজনৈতিক অধিকার আছে দাবি জানানোর—আমরাও জানাবো: সালাহউদ্দিন,,,,দৈনিক ক্রাইম বাংলা ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ অবাধ, সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার,,,,,দৈনিক ক্রাইম বাংলা টানা বৃদ্ধির পর অবশেষে কমলো স্বর্ণের দাম নিজস্ব প্রতিবেদক,,,, দৈনিক ক্রাইম বাংলা এবারের পূজা খুবই নির্বিঘ্ন ও উৎসবমুখর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা,,,,দৈনিক ক্রাইম বাংলা

মেসির গোলে সিয়াটলের সাথে জয় পেলো মায়ামি,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩ পঠিত
আপডেট: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

স্পোর্টস ।
মেসির গোলে সিয়াটলের সাথে জয় পেলো মায়ামি
মাত্র আড়াই সপ্তাহ আগেই লিগস কাপ ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছিল ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় গতকাল বুধবার সকালে সেই হারের বদলা দারুণভাবে নিলেন লিওনেল মেসি। গোলের পাশাপাশি এক অসাধারণ অ্যাসিস্টে মায়ামিকে ৩-১ ব্যবধানে জয়ের স্বাদ দিলেন আর্জেন্টাইন মহাতারকা। শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে মায়ামি। ১২ মিনিটেই দারুণ এক আউটসাইড-ফুট পাসে জর্ডি আলবাকে গোল উপহার দেন মেসি। স্প্যানিশ ডিফেন্ডার সেই সুযোগ কাজে লাগিয়ে সহজেই জালে বল জড়ান। ২৮ মিনিটে মেসি নিজেই ব্যবধান দ্বিগুণ করতে পারতেন। চিপ করা বল নিয়ন্ত্রণে নিয়ে আবারও বাঁ পায়ের বাইরের অংশ দিয়ে শট নেন। কিন্তু বল গিয়ে লাগে পোস্টে। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই গোল পান মেসি। এবার আলবা পাস বাড়ালেন, দৌড়ে আসা মেসি সামান্য স্পর্শেই জালে পাঠালেন বল। ২-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। দ্বিতীয়ার্ধ শুরু হতেই রদ্রিগো ডি পলের কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন ইয়ান ফ্রে। স্কোরলাইন দাঁড়ায় ৩-০। ৬৯ মিনিটে অবশ্য ব্যবধান কমায় সিয়াটল। মেক্সিকান তরুণ ওবেদ ভারগাস গোল করেন। দিনটিও ছিল প্রতীকী, তার দেশের স্বাধীনতা দিবস। শেষ দিকে মেসি আরেকটি গোলের সুযোগ পেলেও গোলরক্ষক স্টেফান ফ্রাই ঠেকিয়ে দেন। ফলে ডাবল না হলেও গোল-অ্যাসিস্টে আবারো নায়ক হয়ে থাকলেন তিনি। ম্যাচ শেষে মায়ামি কোচ জাভিয়ের মাসচেরানো বলেন, “এই জয়টা আমাদের জন্য ভীষণ জরুরি ছিল। কয়েক দিন আগে হেরে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তবে আজকের জয় আমাদের আত্মবিশ্বাস ফেরাতে সাহায্য করবে। সামনে সাতটা ম্যাচ আছে, প্রতিটাই আমাদের কাছে ফাইনালের মতো।” তবে চোট ও নিষেধাজ্ঞায় ভুগছে মায়ামি। লুইস সুয়ারেজ এখনও তিন ম্যাচের নিষেধাজ্ঞার দ্বিতীয়টিতে বাইরে ছিলেন। আর জাতীয় দলের বিরতিতে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কেও হারাতে হয়েছে মাসচেরানোকে। মেসির শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ থেকে আসা তরুণ মাতো সিলভেত্তির অভিষেক হয় এ ম্যাচে। আগামী শনিবার ইন্টার মায়ামি ঘরের মাঠে মুখোমুখি হবে ডি.সি. ইউনাইটেডের। অন্যদিকে সিয়াটল সাউন্ডার্স রবিবার খেলবে অস্টিন এফসির বিপক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ