• শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গণহত্যাকারী শেখ হাসিনার কোনো লকডাউন বাংলাদেশে চলবে না”— বাউফলে ড. শফিকুল ইসলাম মাসুদের ঘোষণা/দৈনিক ক্রাইম বাংলা।। প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত সনদ নিজেই লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন আহমদ,,, জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ৪৯ নওগাঁ-৪ (মান্দা) সংসদীয় আসনের ধানের শীষের প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু—-দৈনিক ক্রাইম বাংলা। জুলাই গণঅভ্যুত্থানের আহত গাজী সালাউদ্দিন মারা গেছেন,,, 📰 আ.লীগের লকডাউন ঠেকাতে এক হাসনাতই যথেষ্ট: নাসিরুদ্দীন পাটওয়ারী,, রাজধানীর ধোলাইপাড়ে বাসে আগুন,,, “গণভোট নয়, পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করাই এখন জরুরি”— তারেক রহমান,,,, বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস,, ভোলা ও বরগুনায় কোস্ট গার্ডের অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক,,,

গণহত্যাকারী শেখ হাসিনার কোনো লকডাউন বাংলাদেশে চলবে না”— বাউফলে ড. শফিকুল ইসলাম মাসুদের ঘোষণা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১০ পঠিত
আপডেট: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

এম জাফরান হারুন::

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনার কোনো লকডাউন বাংলাদেশে কার্যকর হতে দেওয়া হবে না। তারা লকডাউন দিয়েছিল, আমরা লকআপ করে লক ওপেন করে দিয়েছি।”

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতার দুয়ার খুলে গেছে, তা আর কোনো ফ্যাসিস্টের ডাকে বন্ধ করা যাবে না। দেশ এখন উন্নয়নের পথে ধাবিত হচ্ছে। দেশপ্রেমিক জনগণই বাংলাদেশকে আধুনিক ও উন্নত রাষ্ট্রে পরিণত করবে।

বৃহসপতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় বাউফল পৌরশহরে গণসংযোগকালে কাগুজির পুল এলাকায় এক পথসভায় এসব কথা বলেন তিনি।

ড. মাসুদ আরও বলেন, “শেখ হাসিনা যেমন দেশ ও জাতির শত্রু, তেমনি আওয়ামী লীগেরও শত্রু। নিজ দলের নেতাকর্মীদের বিপদে ফেলে নিজের পরিবারের কয়েকজন সদস্য ও কয়েকটি সুটকেস নিয়ে পালিয়েছে। মাত্র ১৫ মিনিটও টিকতে পারেনি। অথচ আমরা ১৫ বছর ধরে জুলুম-নির্যাতন সহ্য করেও দেশ ত্যাগ করিনি।”

তিনি অভিযোগ করে বলেন, যারা পালাতে পারেনি তাদের এখন রাস্তায় নামিয়ে মার খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। “মামা বাড়ি বসে নির্দেশ দেবেন আর নেতাকর্মীরা রাস্তায় মার খাবে—এটা হতে পারে না। আওয়ামী লীগের কর্মীরাই একদিন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবি করবে,” যোগ করেন তিনি।

ড. মাসুদ বলেন, ফ্যাসিবাদীরা দেশের মানুষকে দমিয়ে রাখতে চেয়েছিল, মা-বোনদের ইজ্জত লুণ্ঠনের চেষ্টা করেছিল। কিন্তু জনগণ এখন জেগে উঠেছে। যদি আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হয়, দেশবাসী তা প্রতিরোধ করবে।

তিনি আরও বলেন, “আপনারা ক্ষমতায় গেলে ফ্যাসিবাদী আওয়ামী লীগের সকল মামলা তুলে দেওয়ার যে ঘোষণা দিয়েছেন, তা শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারী জনতার সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার শামিল। জনগণ আপনাদেরও ফ্যাসিবাদের দোসর হিসেবে গণ্য করবে।”

উন্নত বাউফল গঠনের আহ্বান জানিয়ে ড. মাসুদ বলেন, ঐক্যবদ্ধ দল ছাড়া উন্নয়ন সম্ভব নয়। “আমরা জনগণের পাশে থেকেছি— বৃষ্টির সময় ছাতা, শীতে বস্ত্র, সেলাই মেশিন ও অসহায়দের ঘর নির্মাণে সহায়তা দিয়েছি। বেকার যুবকদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছি। দুর্নীতি ও চাঁদাবাজি রোধে ২০২৬ সালের ব্যালটই হবে জনগণের জবাব।”

পথসভায় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক মিয়া, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অধ্যক্ষ মাওলানা কাজী আবদুল দাইয়ান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রিদওয়ানুল্লাহ মাস্টার, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. লিমন হোসেনসহ শতাধিক নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ