• শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুইবার ‘বাবা’ বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজার হাসপাতালগুলো ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’: ডব্লিউএইচও প্রধান,,,,দৈনিক ক্রাইম বাংলা উপদেষ্টা পরিষদে দুই অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন,,,,দৈনিক ক্রাইম বাংলা সেপ্টেম্বরের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৭ কোটি ডলার,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হলে ‘ফ্যাসিবাদের জন্ম’ হবে: জামায়াত সেক্রেটারির,,,,,দৈনিক ক্রাইম বাংলা একুশে বইমেলা এবার ডিসেম্বরে শুরু,,,,,দৈনিক ক্রাইম বাংলা আসন্ন দুর্গাপূজা সামনে রেখে পার্শ্ববর্তী দেশ অপপ্রচার চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা,,,দৈনিক ক্রাইম বাংলা শুভ মহালয়া রোববার, ছুটি নিয়ে যা জানা গেল,,,,,,দৈনিক ক্রাইম বাংলা পৃথক হলো দেওয়ানি ও ফৌজদারি আদালত, বাড়বে মামলার গতি,,,,,দৈনিক ক্রাইম বাংলা আলোচনা চলাকালীন ইসলামী দলগুলোর কর্মসূচি ‘অহেতুক চাপ’: ফখরুল,,,,,দৈনিক ক্রাইম বাংলা

ওবায়দুল কাদেরের বক্তব্য বিরোধীদলের ওপর অস্ত্র ব্যবহারের চক্রান্ত: ফখরুল/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ১৬৯ পঠিত
আপডেট: বুধবার, ২৬ জুলাই, ২০২৩

অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, আমি মনে করি- ২০১৪ ও ২০১৮ সালের দুটি নির্বাচন অবৈধ ঘোষণা করা উচিত। এ দুটি নির্বাচন যেভাবে হয়েছে, তাতে জনগণ যে ক্ষমতার মালিক সেটাকে আপনারা হাস্যকর করে তুলেছেন। জনগণ সব ক্ষমতার মালিক। এটা সংবিধান বর্ণিত পন্থা। মারধর করে ভোট কেড়ে নেওয়া কী সংবিধান স্বীকৃত পন্থা? বরং এটা অপরাধ। আর্টিকেল সেভেন অনুযায়ী- এটা মৃত্যুদণ্ড হওয়ার মতো অপরাধ। আসিফ নজরুল বলেন, অনেকে বলেন, আওয়ামী লীগের বিকল্প কে? বিকল্প কে সেটা ঠিক করবে জনগণ। প্রত্যেকের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। এ বিকল্প কে, তা নির্ধারণ করার জন্য নির্বাচনের ব্যবস্থা রয়েছে। এখানে শেখ হাসিনারও একটা ভোট, বিরোধী দলের একজন নেতা বা কর্মীরও একটা ভোট। আবার সাধারণ একজন কৃষকেরও এক ভোট। তাই কে ক্ষমতায় থাকবে, তা জনগণ ঠিক করবে। পুলিশ-র‌্যাব ঠিক করবে না। যদি পুলিশ র‌্যাব ঠিক করে, তাহলে ওই রাষ্ট্র পুলিশের কাছে দায়বদ্ধ থাকে, জনগণের কাছে নয়। আমরা জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চাই। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ২৭ জুলাই ঢাকায় বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো যে মহাসমাবেশের ডাক দিয়েছে, তাতে মহাজাগরণ হবে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেছেন, ২৭ তারিখের মহাসমাবেশ হবে জনতার মুক্তির মহাসমাবেশ। এ মহাসমাবেশে জনতার রাজপথ জনগণই দখল নেবে। জনগণ এ সরকারকে সরিয়ে নতুন বাংলাদেশের সূচনা করবে। যে বাংলাদেশ হবে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। জোনায়েদ সাকি বলেন, আমরা ২৭ তারিখে মহাসমাবেশ ডেকেছি, ওঁরা (আওয়ামী লীগ) যুবলীগকে দিয়ে সমাবেশ ডাকালেন। কেন ডাকালেন? কারণ, ওঁরা বিরোধীদলগুলোকে ভয়ভীতি দেখাতে চান। হয়তো মহাসমাবেশের দিন বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর হামলা না-ও করতে পারেন। কারণ, স্যাংশনসের ভয়ে ওঁরা এখন ভালো সেজেছেন। এখন তাদের উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো। মানুষকে আতঙ্কে রাখা। কেমন আতঙ্ক? দুই দল ( আওয়ামী লীগ-বিএনপি) সমাবেশ ডেকেছে, ভয়ে যেন মানুষ বাইরে না বের হয়। কিন্তু প্রতিবাদী মানুষ বিজয়ী হয়ে ঘরে ফিরতে চান। এ সরকারের পদত্যাগ চান তারা। তিনি বলেন, আমাদের এক দফা হচ্ছে- বর্তমান সরকারের পদত্যাগ, জাতীয় সংসদের বিলুপ্তি, খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি। এ সংবিধানের সংস্কার চাই, যা বিএনপি ঘোষিত রূপরেখায় স্পষ্ট। এ সংস্কার কেন? কারণ, বাংলাদেশকে যেন ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী পথে নিতে না পারে। কিন্তু আওয়ামী লীগ কী চায়? তারা ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। দিনে-রাতে ভোট চুরি করতে চায়। প্রার্থীদের ওপর হামলা করে ভোট লুট করতে চায়, গুলি করে মারতে চায়। সেটি আর হতে দেওয়া হবে না। এ সরকারকে গদি থেকে সরিয়ে মুক্তিযুদ্ধের আকাক্সক্ষার নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ