• শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুইবার ‘বাবা’ বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজার হাসপাতালগুলো ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’: ডব্লিউএইচও প্রধান,,,,দৈনিক ক্রাইম বাংলা উপদেষ্টা পরিষদে দুই অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন,,,,দৈনিক ক্রাইম বাংলা সেপ্টেম্বরের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৭ কোটি ডলার,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হলে ‘ফ্যাসিবাদের জন্ম’ হবে: জামায়াত সেক্রেটারির,,,,,দৈনিক ক্রাইম বাংলা একুশে বইমেলা এবার ডিসেম্বরে শুরু,,,,,দৈনিক ক্রাইম বাংলা আসন্ন দুর্গাপূজা সামনে রেখে পার্শ্ববর্তী দেশ অপপ্রচার চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা,,,দৈনিক ক্রাইম বাংলা শুভ মহালয়া রোববার, ছুটি নিয়ে যা জানা গেল,,,,,,দৈনিক ক্রাইম বাংলা পৃথক হলো দেওয়ানি ও ফৌজদারি আদালত, বাড়বে মামলার গতি,,,,,দৈনিক ক্রাইম বাংলা আলোচনা চলাকালীন ইসলামী দলগুলোর কর্মসূচি ‘অহেতুক চাপ’: ফখরুল,,,,,দৈনিক ক্রাইম বাংলা

জাল ভোট, সিল মারা, পুলিং অফিসার কতৃক ব্যালট পেপারে সিল মারার অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ১৩১ পঠিত
আপডেট: সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার।।

নোয়াখালী- ১ আসনে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রে জাল ভোট, সিল মারা, পুলিং
অফিসার কতৃক ব্যালট পেপারে অগ্রিম সিল মারা সহ বিভিন্ন কেন্দ্রের অনিয়মের অভিযোগে করে ডকুমেন্ট সহ সংবাদ সম্মেলন করেন নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ী আসনের বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী ডাব প্রতীক আবু নাছের ওয়াহেদ ফারুক ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নিজ বাসায় ৭ জানুয়ারি রবিবার রাতে সাংবাদিকদের উপস্থিতিতে
সংবাদ সম্মেলনের আয়োজন করে ফলাফল প্রত্যাখান করেন। তিনি সাংবাদিকদের জানান, আমাদেরকে নির্বাচন কমিশন কতৃক আশ্বস্ত করা হয়েছে।
কোন কেন্দ্রে জাল ভোট পড়লে, প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করে ভোট বন্ধ সহ পদক্ষেপ নেওয়া হবে।
কিন্তু চাটখিল সোনাইমুড়ী আসনের আমি বেশির ভাগ কেন্দ্রে গিয়ে দেখলাম জাল ভোটের মহোৎসব।

আবু নাছের ওয়াহেদ ফারুক অভিযোগ করে উদাহরণ স্বরূপ বলেন, তার বড় ছেলে মোহাম্মদ আব্দুর রহমান রাহী বর্তমানে লন্ডন আছে।
কিন্তু তার আরেক ছেলে উপজেলার শ্রীনগর কেন্দ্রে ভোট দিতে গিয়ে দেখে তার বড় ভাইয়ের ভোট দেওয়া হয়ে গেছে মর্মে সহকারী প্রিজাইডিং অফিসার নামের উপর টিক চিহ্ন দিয়ে রেখেছেন। এই বিষয়ে সংশ্লিষ্ট সহকারী
প্রিজাইডিং অফিসারের নিকট জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি বলে জানান এই প্রার্থী।

তিনি আরও দুঃখ প্রকাশ করে জানান, বিষয়টি রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের অবহিত করে কোন ফল পাওয়া যায় নি। এছাড়াও বেশির ভাগ কেন্দ্রে গিয়েও নির্বাচন কমিশনারের আওতায় থাকা কোন ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ,বিজিবি র‌্যাব ফোর্স রাস্তায় চোখে পড়েনি।

এজন্য তিনি ভোটে না আসায় বিএনপি-জামায়াতকেও দায়ী করেছেন। তিনি বলেন, ‘বিএনপির জামায়াত নির্বাচনে আসলে এমনটা ঘটতো না।’
এটি একটি প্রহসনের নির্বাচন ও ফলাফল প্রত্যাখ্যান করে, তিনি সাংবাদিকদের মাধ্যমে নির্বাচন কমিশনারের দৃষ্টি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ